লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ও দিনে পৃথক দুটি অভিযানে পশ্চিম বনচৌকি ও উত্তর ঝাউরানী সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। সর্বমোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
১৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবির এই সফল অভিযান সীমান্তে মাদক প্রতিরোধে তাদের সাহসিকতা ও কৌশলগত সক্ষমতার স্পষ্ট প্রমাণ, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআর/সবা




















