কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন পাহাড়পুর ইউনিয়নে বিভিন্ন স্থানে মৎস্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দেশীয় ও বিপন্ন প্রজাতির মৎস্য ও জলজ প্রাণীর সুরক্ষায় চায়না জাল ও কারেন্ট জাল অপসারণের কার্যক্রম গ্রহণ করা হয়।
অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ৩০ টি চায়না জাল এবং কারেন্ট জাল বিভিন্ন জলাশয় ও বিল হতে থেকে অপসারণ করে পুড়িয়ে দেয়া হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
এছাড়া উপজেলার পাঁচপুকুরিয়া বাজারে মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন হওয়ার কারণে এক দোকানদারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, উপজেলায় মৎস্য সুরক্ষার জন্য ভবিষ্যতে জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সবা






















