০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল। হামাসের নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, মঙ্গলবার দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ এবং কালো ধোয়া উড়তে দেখা গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী একটি প্রতিনিধি দলকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে তার দেশ। জানবসতিপূর্ণ এলাকা লক্ষ্য ওই হামলা চালায় তেল আবিব। সেখানে বেশ কয়েকজন হামাসের রাজনৈতিক নেতা অবস্থান করছিলেন। বিবৃতিতে ইসরাইলের হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে কাতার। বলেছে, তেল আবিবের হামলা আন্তর্জাতিক আইন অমান্যের জ্বলন্ত উদাহরণ। এছাড়া এর মাধ্যমে কাতারের জাতীয় নিরাপত্তাও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল। হামাসের নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, মঙ্গলবার দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ এবং কালো ধোয়া উড়তে দেখা গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী একটি প্রতিনিধি দলকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে তার দেশ। জানবসতিপূর্ণ এলাকা লক্ষ্য ওই হামলা চালায় তেল আবিব। সেখানে বেশ কয়েকজন হামাসের রাজনৈতিক নেতা অবস্থান করছিলেন। বিবৃতিতে ইসরাইলের হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে কাতার। বলেছে, তেল আবিবের হামলা আন্তর্জাতিক আইন অমান্যের জ্বলন্ত উদাহরণ। এছাড়া এর মাধ্যমে কাতারের জাতীয় নিরাপত্তাও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এমআর/সবা