০১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ৫ কোটি ব্যারেল তেল আনার ঘোষণা ট্রাম্পের

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনার পর এবার ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। চুক্তির অংশ হিসেবে প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে করে সরাসরি তেল যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে। এরপর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামে তা বিক্রি করা হবে। এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা— উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে।”

তিনি আরও জানান, দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদ মন্ত্রী ক্রিস রাইট-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা থাকায় আন্তর্জাতিক বাজারে দেশটি মুক্তভাবে তেল রপ্তানি করতে পারে না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ক্ষমতার রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব: ট্রাম্প

এ বিষয়ে আরও তথ্য জানতে সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে সম্মত হয়েছে এবং ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)-এর তথ্যমতে, দেশটির খনিতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। যা বিশ্বের মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশ।

তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বৈশ্বিক দৈনিক সরবরাহের মাত্র ০.৮ শতাংশ।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন প্রকৃতির। ফলে উত্তোলন ও পরিশোধনে অতিরিক্ত প্রযুক্তিগত যত্ন প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উচ্চমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানার জ্বালানি ও ভারী যন্ত্রপাতির উপযোগী জ্বালানি উৎপাদন সম্ভব।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ৫ কোটি ব্যারেল তেল আনার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনার পর এবার ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। চুক্তির অংশ হিসেবে প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে করে সরাসরি তেল যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে। এরপর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামে তা বিক্রি করা হবে। এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা— উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে।”

তিনি আরও জানান, দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদ মন্ত্রী ক্রিস রাইট-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা থাকায় আন্তর্জাতিক বাজারে দেশটি মুক্তভাবে তেল রপ্তানি করতে পারে না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ক্ষমতার রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব: ট্রাম্প

এ বিষয়ে আরও তথ্য জানতে সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে সম্মত হয়েছে এবং ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)-এর তথ্যমতে, দেশটির খনিতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। যা বিশ্বের মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশ।

তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বৈশ্বিক দৈনিক সরবরাহের মাত্র ০.৮ শতাংশ।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন প্রকৃতির। ফলে উত্তোলন ও পরিশোধনে অতিরিক্ত প্রযুক্তিগত যত্ন প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উচ্চমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানার জ্বালানি ও ভারী যন্ত্রপাতির উপযোগী জ্বালানি উৎপাদন সম্ভব।

শু/সবা