০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি বুরকিনা ফাসো সরকারের

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যার একটি ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা।

তিনি বলেন, ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার পরিকল্পনায় এই হত্যাচেষ্টার উদ্যোগ নেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে ষড়যন্ত্রটি শনাক্ত করে তা প্রতিহত করতে সক্ষম হয়। পরিকল্পনায় রাষ্ট্রপ্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

নিরাপত্তামন্ত্রী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে এই ষড়যন্ত্রে অর্থায়ন করা হয়েছে। তার দাবি অনুযায়ী, সেখানে থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার পাঠানো হয়। তবে এ বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাহামাদু সানা আরও জানান, একটি ফাঁস হওয়া ভিডিও উদ্ধার করা হয়েছে, যেখানে প্রেসিডেন্টকে হত্যার পদ্ধতি নিয়ে আলোচনা করতে দেখা যায়। পরিকল্পনা অনুযায়ী, কাছ থেকে হামলা অথবা প্রেসিডেন্টের বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যার কথা ছিল। স্থানীয় সময় গত শনিবার রাত ১১টার পর এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল বলে তিনি জানান।

ভাষণে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে একাধিকবার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা মোকাবিলা করেছেন। একই সঙ্গে দেশটি জিহাদি সহিংসতার মুখোমুখি, যার ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ষড়যন্ত্রের খবর ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্টের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তার সরকারের প্রতি সমর্থন জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি বুরকিনা ফাসো সরকারের

আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যার একটি ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা।

তিনি বলেন, ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার পরিকল্পনায় এই হত্যাচেষ্টার উদ্যোগ নেওয়া হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে ষড়যন্ত্রটি শনাক্ত করে তা প্রতিহত করতে সক্ষম হয়। পরিকল্পনায় রাষ্ট্রপ্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

নিরাপত্তামন্ত্রী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে এই ষড়যন্ত্রে অর্থায়ন করা হয়েছে। তার দাবি অনুযায়ী, সেখানে থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার পাঠানো হয়। তবে এ বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাহামাদু সানা আরও জানান, একটি ফাঁস হওয়া ভিডিও উদ্ধার করা হয়েছে, যেখানে প্রেসিডেন্টকে হত্যার পদ্ধতি নিয়ে আলোচনা করতে দেখা যায়। পরিকল্পনা অনুযায়ী, কাছ থেকে হামলা অথবা প্রেসিডেন্টের বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যার কথা ছিল। স্থানীয় সময় গত শনিবার রাত ১১টার পর এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল বলে তিনি জানান।

ভাষণে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে একাধিকবার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা মোকাবিলা করেছেন। একই সঙ্গে দেশটি জিহাদি সহিংসতার মুখোমুখি, যার ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ষড়যন্ত্রের খবর ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্টের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তার সরকারের প্রতি সমর্থন জানান।

এমআর/সবা