০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

‎রাজধানীর মোহাম্মদপুরের নবীনগরে ছিনতাইকারী সন্দেহে চার যুবককে ধরে পিটিয়েছে জনতা। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটা এবং বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর সাঁকোর পাড়ে কাছাকাছি দূরত্বে এই দুই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে সুজন (২১) এবং সকাল সাড়ে ৭টার দিকে হানিফ মারা যায়।

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, “তারা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন।”

তিনি বলেন, দুটি ঘটনায় চারজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন একই হাসপাতালে ভর্তি আছেন।

ওসি বলেন, ” প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।”

এর আগে গত সোমবার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) নামের ‘এক ছিনতাইকারী’ মারা যান, ওই ঘটনায় একজন আহতও হন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

‎রাজধানীর মোহাম্মদপুরের নবীনগরে ছিনতাইকারী সন্দেহে চার যুবককে ধরে পিটিয়েছে জনতা। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটা এবং বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর সাঁকোর পাড়ে কাছাকাছি দূরত্বে এই দুই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে সুজন (২১) এবং সকাল সাড়ে ৭টার দিকে হানিফ মারা যায়।

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, “তারা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন।”

তিনি বলেন, দুটি ঘটনায় চারজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন একই হাসপাতালে ভর্তি আছেন।

ওসি বলেন, ” প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।”

এর আগে গত সোমবার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) নামের ‘এক ছিনতাইকারী’ মারা যান, ওই ঘটনায় একজন আহতও হন।

এমআর/সবা