০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাথলেট কাইফুজ আনামের পাশে সেনাবাহিনী

Oplus_131072

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মেধাবী অ্যাথলেট কাইফুজ আনামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোন সদরে ক্রীড়া সামগ্রী কেনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এসময় দুড়ছড়ি সাব-জোন অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়া বাঘাইছড়ির সন্তান মো. কাইফুজ আনাম রাঙামাটি জেলার একমাত্র অ্যাথলেট হয়ে ঢাকায় অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সফলভাবে সব ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছেন।

কাইফুজ আনাম দুরছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমের তিন ছেলের মধ্যে দ্বিতীয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের ধারাবাহিক অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে। সেনাবাহিনী সবসময় মেধাবী খেলোয়াড়দের পাশে থাকবে। তিনি যদি ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চান, তবে তার জন্য দরজা খোলা থাকবে। লংগদু জোনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

অ্যাথলেট কাইফুজ আনামের পাশে সেনাবাহিনী

আপডেট সময় : ০৬:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মেধাবী অ্যাথলেট কাইফুজ আনামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোন সদরে ক্রীড়া সামগ্রী কেনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এসময় দুড়ছড়ি সাব-জোন অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়া বাঘাইছড়ির সন্তান মো. কাইফুজ আনাম রাঙামাটি জেলার একমাত্র অ্যাথলেট হয়ে ঢাকায় অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সফলভাবে সব ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছেন।

কাইফুজ আনাম দুরছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমের তিন ছেলের মধ্যে দ্বিতীয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের ধারাবাহিক অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে। সেনাবাহিনী সবসময় মেধাবী খেলোয়াড়দের পাশে থাকবে। তিনি যদি ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চান, তবে তার জন্য দরজা খোলা থাকবে। লংগদু জোনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

এমআর/সবা