০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৬২৫ রোগী হাসপাতালে ভর্তি, আরও ২ জনের মৃত্যু

দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে রেকর্ড সংখ্যক ৬২৫ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রংপুর ১৪ জন, সিলেটে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬০৪ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ১৩৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩৬ হাজার ৯৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে দাপুটে জয় সাবিনাদের

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৬২৫ রোগী হাসপাতালে ভর্তি, আরও ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে রেকর্ড সংখ্যক ৬২৫ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রংপুর ১৪ জন, সিলেটে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬০৪ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ১৩৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩৬ হাজার ৯৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।

এমআর/সবা