লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপি’র আওতাধীন পশ্চিম দিঘীরপাড় এলাকায় বিজিবি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়—চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করবে। এ সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে চালকরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ হওয়া মোটরসাইকেলের মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা এবং ফেন্সিডিলের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/সবা




















