জামালপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, জেলা শাখার আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও ছায়ানটের প্রশিক্ষক ঝুমা খন্দকার ও স্বাতী সরকার।
জানা যায়, এবছর প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এসে রেজিষ্ট্রেশন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। কর্মশালায় বয়সের কোন ধরাবাঁধা ছিল না।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা কমিটির সভাপতি অজান্তা রহমান বলেন, প্রতি দুই বছর অন্তর কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে জেলায় জেলায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই ধারাবাহিকতায় জামালপুরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর অনেক ছেলে-মেয়ে অংশগ্রহণ করলেও এবছর অনেক কম প্রশিক্ষনার্থী অংশ নিয়েছে। আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য রবীন্দ্র সংগীত শিল্লী তৈরি করা। সঠিক নিয়মে যেন গান পরিবেশন করে। আগামী ২০২৬ সালের জানুয়ারীতে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।






















