সিরাজগঞ্জের রায়গঞ্জের রয়হাটি উত্তরপাড়ার বসতবাড়ির জায়গা বেদখলকে কেন্দ্র করে নব্বই বছরের বৃদ্ধা ও কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা যায়,গত রবিবার (৭সেপ্টেম্বর)সকালে গরুর গোয়ালের মলমূত্র আবর্জনা পরিস্কার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মজিবর হোসেন ও আলতাফ হোসেন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিবরের ছেলে সাদ্দাম হোসেন (৩৫),আব্দুস সালাম (২৬) দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ হোসেনদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারাক্তকভাবে আহত হন ফিরোজ হোসেন(২৪), আলতাফ হোসেন(৫০), কলেজ পড়ুয়া ছাত্রী আলপনা খাতুন (১৮), নব্বই বছরের বৃদ্ধা মহিরন বেগম,ফিরোজা খাতুন( ৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বুধবার (১০সেপ্টেম্বর) ফিরোজ হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জ সলঙ্গা আমলী আদালতে হাজির হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে(পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী ফিরোজ হোসেন বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় এত দিন ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ির জায়গা বেদখল দিয়েছে। মারপিটের বিষয়ে বিবাদী সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমি কোন দল করি না।
শিরোনাম
রায়গঞ্জে জায়গা বেদখল বৃদ্ধাকে পিটিয়ে আহত
-
রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 75
জনপ্রিয় সংবাদ


























