০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোদীর মণিপুর সফর: কুকি ছাত্র সংগঠনের হুঁশিয়ারি, ‘ব্ল্যাক ডে’ পালন

ফাইল ছবি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের দিনে ‘ব্ল্যাক ডে’ (কালো দিন) পালন করবে কুকি শিক্ষার্থী সংগঠন সদর হিলস (কেএসওএসএইচ)। শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা রাজ্যের কানগপোকপি জেলায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই আদেশ অমান্য করলে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া হবে।

২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও নাগা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে শত শত কুকি নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বাড়িঘর ও গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ক্ষয়ক্ষতির স্মৃতিতে প্রতিবছর কুকি সম্প্রদায় এ দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করে।

কেএসওএসএইচ জানিয়েছে, এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে, মানুষ শোকানুষ্ঠান, প্রার্থনা, স্মৃতিচারণ ও সমাবেশে অংশ নেবে। যারা নির্দেশ অমান্য করবে, তার পরিণতির দায় তাদেরই বহন করতে হবে।

মোদীর সফর ঘিরে কুকি-জো সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইম্ফল হমার ডিসপ্লেসড পিপলস কমিটি বলেছে, “আমাদের শোক শেষ হয়নি, চোখের জল শুকায়নি, ক্ষত সারেনি—এই অবস্থায় আনন্দ করা সম্ভব নয়।” অন্যদিকে কুকি-জো কাউন্সিল সফরকে ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছে এবং ন্যায়বিচার, স্বীকৃতি ও স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: সেন্টিনেল আসাম

শুভ/সবা

জনপ্রিয় সংবাদ

মোদীর মণিপুর সফর: কুকি ছাত্র সংগঠনের হুঁশিয়ারি, ‘ব্ল্যাক ডে’ পালন

আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের দিনে ‘ব্ল্যাক ডে’ (কালো দিন) পালন করবে কুকি শিক্ষার্থী সংগঠন সদর হিলস (কেএসওএসএইচ)। শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা রাজ্যের কানগপোকপি জেলায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই আদেশ অমান্য করলে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া হবে।

২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও নাগা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে শত শত কুকি নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বাড়িঘর ও গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ক্ষয়ক্ষতির স্মৃতিতে প্রতিবছর কুকি সম্প্রদায় এ দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করে।

কেএসওএসএইচ জানিয়েছে, এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে, মানুষ শোকানুষ্ঠান, প্রার্থনা, স্মৃতিচারণ ও সমাবেশে অংশ নেবে। যারা নির্দেশ অমান্য করবে, তার পরিণতির দায় তাদেরই বহন করতে হবে।

মোদীর সফর ঘিরে কুকি-জো সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইম্ফল হমার ডিসপ্লেসড পিপলস কমিটি বলেছে, “আমাদের শোক শেষ হয়নি, চোখের জল শুকায়নি, ক্ষত সারেনি—এই অবস্থায় আনন্দ করা সম্ভব নয়।” অন্যদিকে কুকি-জো কাউন্সিল সফরকে ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছে এবং ন্যায়বিচার, স্বীকৃতি ও স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: সেন্টিনেল আসাম

শুভ/সবা