০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২) মারা গেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন রিপন। মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলে প্রথমে তাকে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর থেকেই রিপন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আমরা তাকে হারালাম।”

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

আপডেট সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২) মারা গেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন রিপন। মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলে প্রথমে তাকে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর থেকেই রিপন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আমরা তাকে হারালাম।”