নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে ছবি আঁকা র প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশুসহ দেশ-বিদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। এসময়ে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু।
চার দিনব্যাপী সুলতান উৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, মিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা. আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুলতান উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় একশ স্টলে হস্তশিল্প, কুঠির শিল্প, মনোহারীসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
প্রতিবছর দেশের বিভিন্ন জেলার মানুষ আসেন এ সুলতান মেলা উপভোগ করতে। এ প্রসঙ্গে আয়োজক কমিটি সদস্য আসাদ রহমান বলেন, এ উৎসবকে ঘিরে সুলতান ভক্ত সহ নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হবে।























