০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে মায়ের সম্পত্তি একাই আত্মসাতের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলীর স্ত্রী মাজেদা খাতুনের ক্রয়কৃত সম্পত্তি খাজনা খারিজ সম্পুর্ণ করে ভোগ দখল করা অবস্থায় মাজেদা খাতুনের ছোট ছেলে জালাল উদ্দিন বিরুদ্ধে সকল ওয়ারিশদের বাদ দিয়ে একাই সকল সম্পত্তি আত্মসাত করে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগকারী মাজেদা খাতুনের বড় ছেলে দুলাল উদ্দিন বলেন, আমার মা পূর্বেই আমার ছোট ভাই জালাল উদ্দিন কে মায়ের সম্পত্তি থেকে ৪৪ শতক জমি আমার ছোট ভাইয়ের নামে লিখে দেয়।

আমার মা তার বাকি ৫৫ শতক জমির মধ্যে ৪২ শতক জমি আমাকে এবং আমার দুই বোন খাদিজা খাতুন ও আসমা খাতুনকে দিতে চাইলে আমার ছোট ভাই জমি দিতে বাধা সৃষ্টি করে।সে মুখে বলে যে আমার মায়ের বাকি সম্পত্তি আমাদের দিলে তার কোনো অসম্মতি নেই। কিন্তু মা জমির দলিল তার কাছে চাইলে সে দেয় না এবং রেজিট্রি করতে গেলে সে নানা রকম তাল বাহানা করে জমি রেজিট্রি করতে বাধা দেয়।

এর আগে আমাকে এই জমির বিষয় নিয়ে আমার ছোট ভাই মারধর করে যা নিয়ে আমি রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।।এর পরে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযোগ পত্রটি তুলে নেয়।এখন আমার মা আমাকে এবং আমার দুই বোনকে মায়ের সম্পত্তির বাকি ৫৫ শতক জমির মধ্যে ৪২ শতক জমি দিতে চাইলে আমার ছোট ভাই জালাল জমির দলিল লুকিয়ে রেখে আমাদের জমি দিতে আমার মা কে বাধা সৃষ্টি করে।আমার মায়ের সম্পুর্ন সম্পত্তি আমার ছোট ভাই আমাদের বাদ দিয়ে একাই আত্মসাত করার চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত জালালের সাথে কথা বললে তিনি বলেন, আমার মা আমাকে ৪৪ শতক জমি রেজিট্রি করে দেয় এখন আমার মা যদি আমার বড় ভাই ও বোন কে মায়ের বাকি সম্পত্তি দিতে চায় এতে আমার কোনো অসম্মতি নেই।মায়ের সম্পত্তি মা তাদের যদি দেয় এতে আমার কোনো বাধা নেই।

এ বিষয়ে মাজেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ে আমি পূর্বেই আমার সম্পত্তি থেকে ৪৪ শতক জমি আমি আমার ছোট ছেলে জালাল উদ্দিন কে রেজিট্রি করে দেয় এবং বাকি ৫৫ শতক জমির মধ্যে থেকে ৪২ শতক সম্পত্তি আমি আমার বড় ছেলে দুলাল উদ্দিন ও দুই মেয়ে খাদিজা খাতুন ও আসমা খাতুনকে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আমি আমার প্রতিশ্রুতি মোতাবেক আমি তাদের ৪২ শতক জমি রেজিট্রি করে দিবো।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

রায়গঞ্জে মায়ের সম্পত্তি একাই আত্মসাতের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলীর স্ত্রী মাজেদা খাতুনের ক্রয়কৃত সম্পত্তি খাজনা খারিজ সম্পুর্ণ করে ভোগ দখল করা অবস্থায় মাজেদা খাতুনের ছোট ছেলে জালাল উদ্দিন বিরুদ্ধে সকল ওয়ারিশদের বাদ দিয়ে একাই সকল সম্পত্তি আত্মসাত করে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগকারী মাজেদা খাতুনের বড় ছেলে দুলাল উদ্দিন বলেন, আমার মা পূর্বেই আমার ছোট ভাই জালাল উদ্দিন কে মায়ের সম্পত্তি থেকে ৪৪ শতক জমি আমার ছোট ভাইয়ের নামে লিখে দেয়।

আমার মা তার বাকি ৫৫ শতক জমির মধ্যে ৪২ শতক জমি আমাকে এবং আমার দুই বোন খাদিজা খাতুন ও আসমা খাতুনকে দিতে চাইলে আমার ছোট ভাই জমি দিতে বাধা সৃষ্টি করে।সে মুখে বলে যে আমার মায়ের বাকি সম্পত্তি আমাদের দিলে তার কোনো অসম্মতি নেই। কিন্তু মা জমির দলিল তার কাছে চাইলে সে দেয় না এবং রেজিট্রি করতে গেলে সে নানা রকম তাল বাহানা করে জমি রেজিট্রি করতে বাধা দেয়।

এর আগে আমাকে এই জমির বিষয় নিয়ে আমার ছোট ভাই মারধর করে যা নিয়ে আমি রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।।এর পরে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযোগ পত্রটি তুলে নেয়।এখন আমার মা আমাকে এবং আমার দুই বোনকে মায়ের সম্পত্তির বাকি ৫৫ শতক জমির মধ্যে ৪২ শতক জমি দিতে চাইলে আমার ছোট ভাই জালাল জমির দলিল লুকিয়ে রেখে আমাদের জমি দিতে আমার মা কে বাধা সৃষ্টি করে।আমার মায়ের সম্পুর্ন সম্পত্তি আমার ছোট ভাই আমাদের বাদ দিয়ে একাই আত্মসাত করার চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত জালালের সাথে কথা বললে তিনি বলেন, আমার মা আমাকে ৪৪ শতক জমি রেজিট্রি করে দেয় এখন আমার মা যদি আমার বড় ভাই ও বোন কে মায়ের বাকি সম্পত্তি দিতে চায় এতে আমার কোনো অসম্মতি নেই।মায়ের সম্পত্তি মা তাদের যদি দেয় এতে আমার কোনো বাধা নেই।

এ বিষয়ে মাজেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ে আমি পূর্বেই আমার সম্পত্তি থেকে ৪৪ শতক জমি আমি আমার ছোট ছেলে জালাল উদ্দিন কে রেজিট্রি করে দেয় এবং বাকি ৫৫ শতক জমির মধ্যে থেকে ৪২ শতক সম্পত্তি আমি আমার বড় ছেলে দুলাল উদ্দিন ও দুই মেয়ে খাদিজা খাতুন ও আসমা খাতুনকে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আমি আমার প্রতিশ্রুতি মোতাবেক আমি তাদের ৪২ শতক জমি রেজিট্রি করে দিবো।
এমআর/সবা