১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় কক্সবাজারের সাফল্য

দেশের অন্যতম নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময়’র ৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান ১৫ সেপ্টেম্বর,সোমবার, বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন যারা, একক লোক নৃত্যে সেরা দশে ৪র্থ স্থান অর্জন করেছে অনুসুয়া মল্লিক হৃদি।
সৃজনশীল নৃত্যে সেরা দশে জায়গা করে নিয়েছে উপমা দে পায়েল (৩য়), ঋষি তালুকদার (৫ম) এবং আয়ুশী দেব (১০ম)।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের নৃত্য বিভাগ দলীয় লোক নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
চূড়ান্ত পর্যায়ে ভরতনাট্যম নৃত্যে ক বিভাগে দ্বিতীয় ও উপমা দে সেরা ৭ম এ ৫ম স্থান অর্জন করেছে।
১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়েছেন ৪ থেকে ২৫ বছর বয়সের নৃত্যশিল্পীরা। ১৫ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হয়। লোকনৃত্য (একক) প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং বাফার নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় লোকনৃত্যের বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।
কক্সবাজারের একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্লীর সাফল্য কক্সবাজারের নৃত্যাঙ্গনে আলোর মাইল ফলক বলে দাবি করেন সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় কক্সবাজারের সাফল্য

আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
দেশের অন্যতম নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময়’র ৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান ১৫ সেপ্টেম্বর,সোমবার, বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন যারা, একক লোক নৃত্যে সেরা দশে ৪র্থ স্থান অর্জন করেছে অনুসুয়া মল্লিক হৃদি।
সৃজনশীল নৃত্যে সেরা দশে জায়গা করে নিয়েছে উপমা দে পায়েল (৩য়), ঋষি তালুকদার (৫ম) এবং আয়ুশী দেব (১০ম)।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের নৃত্য বিভাগ দলীয় লোক নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
চূড়ান্ত পর্যায়ে ভরতনাট্যম নৃত্যে ক বিভাগে দ্বিতীয় ও উপমা দে সেরা ৭ম এ ৫ম স্থান অর্জন করেছে।
১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়েছেন ৪ থেকে ২৫ বছর বয়সের নৃত্যশিল্পীরা। ১৫ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হয়। লোকনৃত্য (একক) প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং বাফার নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় লোকনৃত্যের বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।
কক্সবাজারের একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্লীর সাফল্য কক্সবাজারের নৃত্যাঙ্গনে আলোর মাইল ফলক বলে দাবি করেন সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক।