জামালপুর পৌরসভার উদ্যোগে জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, সড়ক বাতি মেরামত, মাদক ও জুয়া নির্মূলসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক সভা শুরু হয়েছে। এতে সহায়তা করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।
ইতিমধ্যে ২, ৪, ১২ ও ৭ নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেড় হাজারেরও বেশি মানুষ অংশ নেন। আলোচনায় দিকনির্দেশনা দেন পৌরসভার প্রশাসক একেএম আব্দুল্লাহ বিন রশিদসহ প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় জলাবদ্ধতা, সড়ক সংস্কার, সড়ক বাতি, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধন, বৃক্ষরোপণ, আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ, শব্দদূষণ ও ট্রাফিক—এই ১১টি বিষয়ে আলোচনা হয়। সমস্যাগুলোর মধ্যে যেগুলো দ্রুত সমাধান সম্ভব, তা সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে বলে পৌরসভার প্রকৌশলীরা জানিয়েছেন।
পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সভা হবে। শেষে শিশু-কিশোরদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।
এমআর/সবা





















