০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার

নগরের বন্দর থানার বড়পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোডে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সমবেত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব রাজ দেব ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

চট্টগ্রামে যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নগরের বন্দর থানার বড়পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোডে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সমবেত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব রাজ দেব ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআর/সবা