এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের কাজ আগেভাগেই সেরে রেখেছিল বাংলাদেশ। দুটি জয় নিয়ে সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। তবে তাদের ভাগ্য নির্ভর করছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
শেষ পর্যন্ত আফগানদের ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর রানার্সআপ হয়ে টাইগাররাও জায়গা করে নিয়েছে সুপার ফোরে।

‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা:
শ্রীলঙ্কা: ৩ ম্যাচে ৬ পয়েন্ট
বাংলাদেশ: ৩ ম্যাচে ৪ পয়েন্ট
আফগানিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ৭ উইকেটে হারিয়েছিল হংকংকে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপেই পড়ে। তবে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসদের দল ৮ রানে জয় পেয়ে সুপার ফোরের দৌড়ে টিকে থাকে।
সেই সঙ্গে অপেক্ষা চলছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের। কঠিন সমীকরণে পড়েছিল লঙ্কানরা—১০১ রানের বেশি করেই জিততে হতো তাদের, নইলে বিদায় নিতে হতো আসর থেকে। শেষ পর্যন্ত তারা সেটি করেই দেখিয়েছে।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানরা আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ২২ বলে ৬০ রানের ঝড়ে স্কোরবোর্ডে তোলে ১৬৯ রান। জবাবে আসালাঙ্কার দল ৮ বল হাতে রেখে ৪ উইকেটে ১৭১ রান করে জিতে যায়। কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রান করে ম্যাচের সেরা ইনিংস খেলেন।
অন্যদিকে, বল হাতে নুয়ান থুসারা ১৮ রানে ৪ উইকেট নিয়ে আফগান ইনিংসের মূল ধাক্কাটা দেন।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, আর রানার্সআপ হয়ে সুপার ফোরে নাম লিখিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছে আফগানিস্তান।
এমআর/সবা

























