বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচন কবে এবং কোন পদ্ধতিতে হবে—এই দুটি বিষয় ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা।
বিএনপি চায় দ্রুত নির্বাচন, অন্যদিকে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং জামায়াতসহ কয়েকটি দল পদ্ধতি নিয়ে কিছুটা ভিন্নমত পোষণ করছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি।
এই পরিস্থিতিতে সাংবাদিক ইলিয়াস আজ (১৯ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, নির্বাচন পূর্বের নিয়মেই হবে। তিনি জানান, বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নির্বাচন কমিশনের একজন কমিশনারও নাকি জানিয়েছেন, কমিশন পিআর নয়, আগের নিয়মেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ইলিয়াসের এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন নির্বাচন আগের নিয়মেই হওয়া উচিত, আবার কেউ চাইছেন পিআর পদ্ধতি চালু হোক।
সব মিলিয়ে, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকলেও দেশ একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের দিকেই এগোচ্ছে—এমন ধারণা পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে।
এমআর/সবা




















