০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট

চট্টগ্রামের কর্ণফুলীতে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৪০) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দেলোয়ার হোসেন জানান, তিনি আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের দোকান চালান। সেখানে মোবাইল ব্যাংকিং লেনদেনও হয়। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন থেকে দুর্বৃত্তরা মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা। ব্যাগটিতে সাড়ে ৩ লাখ টাকা এবং মোবাইল লেনদেনের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীতে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট

আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৪০) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দেলোয়ার হোসেন জানান, তিনি আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের দোকান চালান। সেখানে মোবাইল ব্যাংকিং লেনদেনও হয়। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন থেকে দুর্বৃত্তরা মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা। ব্যাগটিতে সাড়ে ৩ লাখ টাকা এবং মোবাইল লেনদেনের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এমআর/সবা