০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কারজয়ী উছাই মং মার্মার মানবিক অঙ্গীকার

জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃতিসন্তান ও তরুণ ক্রীড়া সংগঠক উছাই মং মার্মা (ছোট)।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শাপলা হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।

পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সনদপত্র। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে উছাই মং মার্মা জানিয়ে দিয়েছেন, এই অর্থ তিনি ব্যক্তিগত কাজে নয়, ব্যয় করবেন এতিম ও অসহায় শিশুদের কল্যাণে, ধর্ম–বর্ণ নির্বিশেষে।

 

এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ির দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, চারা গাছ ও খেলাধুলার সামগ্রী (ফুটবল) বিতরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও অতিথিরা তাঁর এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “উছাই মং মার্মার মতো তরুণদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি নাইক্ষ্যংছড়ি ও আশপাশের এলাকায় ক্রীড়া, শিক্ষা এবং মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সচেতন মহলের মতে, তাঁর এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

জাতীয় পুরস্কারজয়ী উছাই মং মার্মার মানবিক অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃতিসন্তান ও তরুণ ক্রীড়া সংগঠক উছাই মং মার্মা (ছোট)।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শাপলা হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।

পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সনদপত্র। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে উছাই মং মার্মা জানিয়ে দিয়েছেন, এই অর্থ তিনি ব্যক্তিগত কাজে নয়, ব্যয় করবেন এতিম ও অসহায় শিশুদের কল্যাণে, ধর্ম–বর্ণ নির্বিশেষে।

 

এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ির দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, চারা গাছ ও খেলাধুলার সামগ্রী (ফুটবল) বিতরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও অতিথিরা তাঁর এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “উছাই মং মার্মার মতো তরুণদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি নাইক্ষ্যংছড়ি ও আশপাশের এলাকায় ক্রীড়া, শিক্ষা এবং মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সচেতন মহলের মতে, তাঁর এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমআর/সবা