বৈষম্যের দেয়াল ভেঙে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচারের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – এমন মন্তব্য করেছেন দিনাজপুর জেলা এবি পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী।
দিনাজপুরের বিরামপুরে উপজেলা এবি পার্টির আয়োজনে পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্টচাঁদপুর এলাকার সর্বস্তরের মানুষের সাথে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম আরও বলেন, আমাদের সমাজে এখনও বহু মানুষ অবহেলিত, বহু মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবি পার্টি সেই অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। একমাত্র ন্যায়ভিত্তিক সমাজই পারে নতুন বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই নতুন বাংলাদেশ হবে শহর-গ্রামের ধনী-গরিব সহ সর্বস্তরের সাধারণ মানুষের জন্য সমান অধিকার, সমান মর্যাদা এবং সমান সুযোগের দেশ।
বিরামপুর উপজেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে ও এবি যুব পার্টির উপজেলা সদস্য সচিব সামিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা এবি পার্টির সদস্য সচিব ফারুকী-ই-আজম, জেলা যুব পার্টির সদস্য সচিব হাদিসুর রহমান, উপজেলা যুব পার্টির আহবায়ক মাহমুদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক রনি সহ এবি পার্টি, যুব পার্টি ও ছাত্রপক্ষের স্থানীয় নেতৃবৃন্দ।



















