জামালপুরের সরিষাবাড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হাবিবুর রহমান (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। সে সরিসাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের বাসিন্দা সোহরাব মিস্ত্রির ছেলে ।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে পৌরসভার তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরে একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করে।
এবিষয়ে মন্দিরের সহ-সভাপতি রবি চন্দ্র বর্মন জানান, গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুর্বৃত্তরা দুর্গাপূজার ৭ প্রতিমার মাথা ভেঙে ফেলে। ভোরে ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাবিবকে শনাক্ত ও আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত যুবকের বাড়ি মন্দির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। কার প্ররোচনায় বা কার ইন্ধনে সে এমন ন্যাক্কারজনক কাজ করেছে সেটিও উদঘাটন জরুরি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃত যুবকের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং মন্দির কর্তৃপক্ষসহ স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















