০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রথম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী “যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বায়েজিদ টেক্সটাইল এলাকার এশিয়ান স্পোর্টস জোনে শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক তরুণ প্রতিযোগী। এবারের স্লোগান ছিল “কিক ফর কাইন্ডনেস”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ইউনিট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ। তিনি বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। এ সময় কার্যকরী পর্ষদের সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, অ্যালামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎসহ রেড ক্রিসেন্টের সিনিয়র ও নবীন স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিনটন—দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিন থেকেই ভেন্যুতে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকরা খেলোয়াড়দের উৎসাহিত করতে করতালি ও উল্লাসে মুখর ছিলেন। ফাইনালে দারুণ লড়াই ও চমকপ্রদ দক্ষতায় মুগ্ধ হন ক্রীড়াপ্রেমীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চা ও স্বেচ্ছাসেবী কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানিয়েছেন, দুইদিনের এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং তরুণদের জন্য মানবিকতা ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে প্রথম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী “যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বায়েজিদ টেক্সটাইল এলাকার এশিয়ান স্পোর্টস জোনে শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক তরুণ প্রতিযোগী। এবারের স্লোগান ছিল “কিক ফর কাইন্ডনেস”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ইউনিট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ। তিনি বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। এ সময় কার্যকরী পর্ষদের সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, অ্যালামনাই সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎসহ রেড ক্রিসেন্টের সিনিয়র ও নবীন স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিনটন—দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিন থেকেই ভেন্যুতে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকরা খেলোয়াড়দের উৎসাহিত করতে করতালি ও উল্লাসে মুখর ছিলেন। ফাইনালে দারুণ লড়াই ও চমকপ্রদ দক্ষতায় মুগ্ধ হন ক্রীড়াপ্রেমীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চা ও স্বেচ্ছাসেবী কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানিয়েছেন, দুইদিনের এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং তরুণদের জন্য মানবিকতা ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।

এমআর/সবা