ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) থেকে মনোনয়নপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শোভাযাত্রা ও পথসভা করেছেন। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরইতলা থেকে শুরু হওয়া কর্মসূচি মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর কলেজ মোড়ে প্রথম পথসভা এবং পরে রাজপাট বাজারে শেষ পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৩ হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় যোগ দেন এবং দলীয় পতাকা হাতে ধরে স্লোগান দেন।
পথসভায় সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ নির্বাচনী এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। ভোটারদের কাছে আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’এ ভোট দেওয়ার আহ্বান জানান।
শোডাউনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো: আশিক মুন্সি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: মতিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক হাজী মনির, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: সেলিম মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানসহ অন্যান্য নেতারা।
এ ধরনের বিশাল শোডাউন নির্বাচনী প্রচারণাকে আরও জোরালো করে তুলেছে এবং ভোটারদের মধ্যে আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমআর/সবা




















