চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকার পার্কিং প্রবেশ মুখ থেকে ৯৩,৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। এ সময় যুবলীগের দুই সক্রিয় সদস্য মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)কে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে রেলওয়ে স্টেশনের ৭ নম্বর পার্কিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জালনোট ব্যবসায় জড়িত এবং ওয়াকিটকির মাধ্যমে শহরে লেনদেন পরিচালনা করত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অন্য জালনোট ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমআর/সবা


























