রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয় বলে মনে করছেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে তারা নির্বাচন কমিশনকে পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করেন। সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান বলেন, শাটডাউনের কারণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে, যা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেন, “শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে দ্রুত পোষ্য কোটা ইস্যু মিমাংসা করে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”
সংবাদ সম্মেলনে চার প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এমআর/সবা

























