১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশকবিরোধী অভিযান

কৃষকের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাকিরপশার পাঠক মৌজার মালিপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৫২) নিজ বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পুলিশ মোতায়েনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় ৪০ বস্তা নকল সার ও ২০ কার্টুন নকল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।

নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের ক্ষতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, “দিনভর এই অভিযানে আমরা খুশি হয়েছি। নকল সার ও কীটনাশকের কারণে ফসল নষ্ট হয়ে যেত। এখন আশা করছি এ ধরনের সমস্যা কমে যাবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশকবিরোধী অভিযান

আপডেট সময় : ০৪:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কৃষকের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাকিরপশার পাঠক মৌজার মালিপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৫২) নিজ বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পুলিশ মোতায়েনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় ৪০ বস্তা নকল সার ও ২০ কার্টুন নকল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।

নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের ক্ষতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, “দিনভর এই অভিযানে আমরা খুশি হয়েছি। নকল সার ও কীটনাশকের কারণে ফসল নষ্ট হয়ে যেত। এখন আশা করছি এ ধরনের সমস্যা কমে যাবে।”

এমআর/সবা