পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যটন শিল্পে উন্নয়ন হবে,মানুষের মাঝে ধর্মের বিকাশ ঘটবে তাই সম্প্রীতির ছাড়া বিকল্প নাই বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শারদীয় দূর্গা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের রাষ্ট্রের সব বাহিনীরা কাজ করছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার অতিথি হিসেবে উপস্থিত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ছাদেক আহমদ, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
এমআর/সবা




















