০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এশিয়া কাপ

আজ বাংলাদেশ-ভারত লড়াই

মেলবোর্নের নো-বল থেকে মহেন্দ্র সিং ধোনির কাঁধের ধাক্কা— দশকের পর দশক ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উপচানো উত্তাপ। মাঠের বাইরে শান্ত, ভেতরে ছাইচাপা আগুন! ঠিক তেমনই আরেক অগ্নিদগ্ধ সন্ধ্যার প্রতীক্ষা আজ দুবাইয়ের মাঠে। এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি বাংলাদেশ বনাম ভারত— এক অসম যুদ্ধ, যেখানে ফেভারিট নয় বরং সাহসই হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার চাবিকাঠি।

টি২০ ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারের এশিয়া কাপে এখনো অপরাজিত। গত দুই বছরে ৩২ ম্যাচে মাত্র ৩ হার।

 

র‍্যাঙ্কিং: ভারত ১, বাংলাদেশ ৯

দুই দলের মুখোমুখি: ১৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ১টিতে কিন্তু এই পরিসংখ্যানের বাইরেও থাকে স্নায়ু যুদ্ধ। আর সেটাই বারবার এই লড়াইকে দিয়েছে নতুন মাত্রা।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসী, “প্রতিটি দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। আমরা নিজেদের সেরাটা খেলব এবং ভারতের ভুলগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”

সিমন্সের বক্তব্যের আড়ালে পরিষ্কার এক বার্তা— শ্রীলঙ্কার বিপক্ষে জয় যেমন সম্ভব হয়েছিল, ঠিক তেমনটাই আজও সম্ভব, যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং— তিন বিভাগেই নিখুঁত পারফরম্যান্স আসে।

দুবাইয়ের ম্যাচ প্রেক্ষাপট: টস হতে পারে টার্নিং পয়েন্ট

দুবাইয়ে গত দুটি ম্যাচেই দেখা গেছে, পরে ব্যাট করা দল জয় পেয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ তাড়া করেছে ১৬৮ রান

পাকিস্তানের বিপক্ষে ভারত তাড়া করেছে ১৭২ রান। এ কারণে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের টস ভাগ্য আজ গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে লিটনের পাঁজরের চোট ঘিরে কিছুটা শঙ্কা থাকলেও, ফিজিও বায়েজিদ উল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ ফিট এবং খেলায় অংশ নিচ্ছেন।

একাদশে পরিবর্তনের আভাস: দুবাইয়ের স্লো পিচে পেসার তানজিম হাসান সাকিব শরীফুল ইসলামের জায়গায় দলে আসতে পারেন বলে গুঞ্জন। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে সাইফ, তিনে লিটন, চারে হৃদয়— এভাবে সাজানো হয়েছে ব্যাটিং লাইনআপ।

 

তবে অলরাউন্ড অপশন হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ দল চাইছে ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে।

ভারত: অভিজ্ঞতায় ভরপুর, বদল নয় একাদশে। ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

পেস: বুমরাহ, হার্দিক, শিভম দুবে, স্পিন: কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ব্যাটিং গভীরতা: ওপেনিংয়ে শুভমান গিল, অভিষেক শর্মা, মিডল অর্ডারে তিলক ভার্মা, স্যামসন— সবাই আইপিএলের ফর্মে ঝলমল করছেন।

ভারতের ধারাবাহিক দাপটে অনেকেই মনে করছেন, তাদের হারানো প্রায় অসম্ভব। তবে ক্রিকেট এমন এক খেলা— যেখানে অসম্ভব বলে কিছুই নেই, যদি বাঘের মতো ঝাঁপ দেওয়া যায়।

আজ ভারতের বিপক্ষে লড়াই শেষে কালই বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দুই দিনে দুই ‘বিগ ফিশ’ শিকার— কঠিন কিন্তু অসম্ভব নয়। এই চ্যালেঞ্জে সফল হতে হলে ব্যাটে-বলে-কৌশলে টিম টাইগার্সকে দিতে হবে তাঁদের সেরা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

এশিয়া কাপ

আজ বাংলাদেশ-ভারত লড়াই

আপডেট সময় : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মেলবোর্নের নো-বল থেকে মহেন্দ্র সিং ধোনির কাঁধের ধাক্কা— দশকের পর দশক ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উপচানো উত্তাপ। মাঠের বাইরে শান্ত, ভেতরে ছাইচাপা আগুন! ঠিক তেমনই আরেক অগ্নিদগ্ধ সন্ধ্যার প্রতীক্ষা আজ দুবাইয়ের মাঠে। এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি বাংলাদেশ বনাম ভারত— এক অসম যুদ্ধ, যেখানে ফেভারিট নয় বরং সাহসই হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার চাবিকাঠি।

টি২০ ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারের এশিয়া কাপে এখনো অপরাজিত। গত দুই বছরে ৩২ ম্যাচে মাত্র ৩ হার।

 

র‍্যাঙ্কিং: ভারত ১, বাংলাদেশ ৯

দুই দলের মুখোমুখি: ১৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ১টিতে কিন্তু এই পরিসংখ্যানের বাইরেও থাকে স্নায়ু যুদ্ধ। আর সেটাই বারবার এই লড়াইকে দিয়েছে নতুন মাত্রা।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসী, “প্রতিটি দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। আমরা নিজেদের সেরাটা খেলব এবং ভারতের ভুলগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”

সিমন্সের বক্তব্যের আড়ালে পরিষ্কার এক বার্তা— শ্রীলঙ্কার বিপক্ষে জয় যেমন সম্ভব হয়েছিল, ঠিক তেমনটাই আজও সম্ভব, যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং— তিন বিভাগেই নিখুঁত পারফরম্যান্স আসে।

দুবাইয়ের ম্যাচ প্রেক্ষাপট: টস হতে পারে টার্নিং পয়েন্ট

দুবাইয়ে গত দুটি ম্যাচেই দেখা গেছে, পরে ব্যাট করা দল জয় পেয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ তাড়া করেছে ১৬৮ রান

পাকিস্তানের বিপক্ষে ভারত তাড়া করেছে ১৭২ রান। এ কারণে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের টস ভাগ্য আজ গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে লিটনের পাঁজরের চোট ঘিরে কিছুটা শঙ্কা থাকলেও, ফিজিও বায়েজিদ উল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ ফিট এবং খেলায় অংশ নিচ্ছেন।

একাদশে পরিবর্তনের আভাস: দুবাইয়ের স্লো পিচে পেসার তানজিম হাসান সাকিব শরীফুল ইসলামের জায়গায় দলে আসতে পারেন বলে গুঞ্জন। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে সাইফ, তিনে লিটন, চারে হৃদয়— এভাবে সাজানো হয়েছে ব্যাটিং লাইনআপ।

 

তবে অলরাউন্ড অপশন হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ দল চাইছে ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে।

ভারত: অভিজ্ঞতায় ভরপুর, বদল নয় একাদশে। ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

পেস: বুমরাহ, হার্দিক, শিভম দুবে, স্পিন: কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ব্যাটিং গভীরতা: ওপেনিংয়ে শুভমান গিল, অভিষেক শর্মা, মিডল অর্ডারে তিলক ভার্মা, স্যামসন— সবাই আইপিএলের ফর্মে ঝলমল করছেন।

ভারতের ধারাবাহিক দাপটে অনেকেই মনে করছেন, তাদের হারানো প্রায় অসম্ভব। তবে ক্রিকেট এমন এক খেলা— যেখানে অসম্ভব বলে কিছুই নেই, যদি বাঘের মতো ঝাঁপ দেওয়া যায়।

আজ ভারতের বিপক্ষে লড়াই শেষে কালই বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দুই দিনে দুই ‘বিগ ফিশ’ শিকার— কঠিন কিন্তু অসম্ভব নয়। এই চ্যালেঞ্জে সফল হতে হলে ব্যাটে-বলে-কৌশলে টিম টাইগার্সকে দিতে হবে তাঁদের সেরা।

এমআর/সবা