চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর নাকচ করেছে। তার পরিবর্তে পরীক্ষা শুধুমাত্র নির্বাচনের দিন ও পরের দিন—১৫ ও ১৬ অক্টোবর—স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী পরীক্ষা স্থগিত রাখার প্রস্তাব থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধান অনুযায়ী উল্লিখিত নির্বাচনের দিন ও তার পরের দিনই পরীক্ষা স্থগিত থাকবে।”
এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে শিক্ষার্থী ও প্রার্থীদের আপত্তির কারণে প্রশাসন পুনর্বিবেচনা করে শুধুমাত্র নির্বাচনের দুই দিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
এ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা নির্বাচনের প্রস্তুতি ও চলমান অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে সুষম সময় ব্যবস্থাপনা করতে পারবেন বলে জানা গেছে।
এমআর/সবা


























