জামালপুরে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম মহড়া পরিচালনা করেন।
মহড়ার আগে ৪০ জন শ্রেণি ক্যাপ্টেনকে আগুন নিভানো কৌশল ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বিদ্যালয়ের ৫০০-এর বেশি ছাত্র, ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন। মহড়া অনুষ্ঠানে আগুনের আধুনিক নিয়ন্ত্রণ কৌশলসহ বিপদে নিজেকে সুরক্ষিত রাখার ধারণা দেওয়া হয়।

জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হচ্ছে।
এমআর/সবা






















