চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে হালদা নদীর গুমানমর্দন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে রাউজান সীমানায় পালিয়ে যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
এদিন বিকেলে উপজেলার কাটিরহাট উদালিয়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাহাড় কাটার নমুনা ও পরিমাণ লিপিবদ্ধ করা হলেও ঘটনাস্থলে কেউ পাওয়া যায়নি। প্রশাসন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াকরণের জন্য তথ্য পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করেছে।
উপজেলা প্রশাসন জানায়, হাটহাজারীতে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকে সচেতন থাকতে ও এ ধরনের অপরাধের তথ্য দিতে আহ্বান জানিয়েছে।
এমআর/সবা




















