০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিবির সমর্থিত প্যানেলে নিরাপদ ক্যাম্পাসসহ ৫ ইশতেহার প্রাধান্য পাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মন জয় করতে প্রচারণায় নানা অঙ্গীকার ব্যক্ত করছেন প্রার্থীরা।  ছাত্রশিবির সমর্থিত ‘ সম্প্রীতির শিক্ষার্থী জোট ‘ প্যানেলের ইশতেহারে  নিরাপদ ক্যাম্পাসসহ  পাঁচটি বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্যানেলটির ভিপি প্রার্থী ইব্রাহিম রনি।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইব্রাহিম রনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমাদের  ইশতেহার সাজানো হচ্ছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছি। সেই হিসেবে নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, উন্নত চিকিৎসা সেবা এবং টিএসসি নির্মাণ—এই প্রধান পাঁচটি বিষয়কে সামনে রেখেই আমরা কাজ করব।
তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা নানা অনিরাপত্তায় ভোগে। বাসে, ট্রেনে, এমনকি ক্যাম্পাসেও  নিরাপত্তাহীনতার শিকার হতে হয়। আমাদের  প্রথম কাজ হবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া।
এছাড়া তিনি শতভাগ আবাসন নিশ্চিত করার বিষয়ে  বলেন, ‘ আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা। বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে অবস্থান করে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থীকে আবাসনের আওতায় আনা হোক। এজন্য নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কার নিয়ে আমরা কাজ করব। ‘
ইব্রাহিম রনি আরও বলেন, ‘ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় বাস ও শাটল ট্রেন সেবার মানোন্নয়ন জরুরি। শাটলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। শাটলের সকল সমস্যা দূর ও  নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব।  তাছাড়া চবির মেডিকেল সেন্টারে আধুনিক সুযোগ-সুবিধা নেই। শিক্ষার্থীরা জরুরি সেবা থেকে বঞ্চিত হন। আমরা চাই একটি পূর্ণাঙ্গ আধুমিক মেডিকেল সেন্টার গড়ে তোলা হোক। এছাড়া সাংস্কৃতিক ও সহপাঠ্য কার্যক্রমের জন্য টিএসসি (টিচার্স-স্টুডেন্টস সেন্টার) নির্মাণকেও তারা অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান ভিপি প্রার্থী। তার মতে, টিএসসি গড়ে উঠলে শিক্ষার্থীরা সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। ‘
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনপ্রিয় সংবাদ

শিবির সমর্থিত প্যানেলে নিরাপদ ক্যাম্পাসসহ ৫ ইশতেহার প্রাধান্য পাবে

আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মন জয় করতে প্রচারণায় নানা অঙ্গীকার ব্যক্ত করছেন প্রার্থীরা।  ছাত্রশিবির সমর্থিত ‘ সম্প্রীতির শিক্ষার্থী জোট ‘ প্যানেলের ইশতেহারে  নিরাপদ ক্যাম্পাসসহ  পাঁচটি বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্যানেলটির ভিপি প্রার্থী ইব্রাহিম রনি।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইব্রাহিম রনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমাদের  ইশতেহার সাজানো হচ্ছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছি। সেই হিসেবে নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, উন্নত চিকিৎসা সেবা এবং টিএসসি নির্মাণ—এই প্রধান পাঁচটি বিষয়কে সামনে রেখেই আমরা কাজ করব।
তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা নানা অনিরাপত্তায় ভোগে। বাসে, ট্রেনে, এমনকি ক্যাম্পাসেও  নিরাপত্তাহীনতার শিকার হতে হয়। আমাদের  প্রথম কাজ হবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া।
এছাড়া তিনি শতভাগ আবাসন নিশ্চিত করার বিষয়ে  বলেন, ‘ আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা। বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে অবস্থান করে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থীকে আবাসনের আওতায় আনা হোক। এজন্য নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কার নিয়ে আমরা কাজ করব। ‘
ইব্রাহিম রনি আরও বলেন, ‘ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় বাস ও শাটল ট্রেন সেবার মানোন্নয়ন জরুরি। শাটলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। শাটলের সকল সমস্যা দূর ও  নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব।  তাছাড়া চবির মেডিকেল সেন্টারে আধুনিক সুযোগ-সুবিধা নেই। শিক্ষার্থীরা জরুরি সেবা থেকে বঞ্চিত হন। আমরা চাই একটি পূর্ণাঙ্গ আধুমিক মেডিকেল সেন্টার গড়ে তোলা হোক। এছাড়া সাংস্কৃতিক ও সহপাঠ্য কার্যক্রমের জন্য টিএসসি (টিচার্স-স্টুডেন্টস সেন্টার) নির্মাণকেও তারা অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান ভিপি প্রার্থী। তার মতে, টিএসসি গড়ে উঠলে শিক্ষার্থীরা সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। ‘
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।