মানিকগঞ্জ প্রতিনিধ
মানিকগঞ্জের দৌলতপুরের স্বর্ণ ব্যবসায়ী দীলিপ রাজবংশীকে অস্ত্রের মুখে জিম্মি করে একশ ভরি স্বর্ণ ও দশ লক্ষ টাকা ছিনতাই করেছে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার রাত ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর উপজেলার চকমিপুর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ছিনতাইকারীদের গুলিতে টাঙ্গাইলের নাগরপুরের গাংবিহালী এলাকার মফিজুল মৃধার ছেলে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গুরুত্ব আহত হয়েছেন।
অপরদিকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে জসিম মিয়া (৩৬) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানান,দৌলতপুর বাজারের মা জননী জুয়েলার্সের মালিক দীলিপ রাজবংশী শুক্রবার রাতে জুয়েলারী দোকন বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে দৌলতপুর পূর্বপাড়ার এলাকায় পৌছালে ৫জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেল নিয়ে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ রাজবংশীর মোটরসাইকেলের গতিরোধ করে এবং পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়ে একশ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ রাজবংশীর আত্মচিতকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারী জসিম মিয়া স্থানীদের হাতে ধরা পরে। স্থানীয়রা ছিনতাইকারী জসিম মিয়াকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ছিনাতাই করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীদের গুলিতে জাকির হোসেন নামের এক ব্যক্তি গুরুত্ব আহত হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী দীলিপ রাজবংশী জানান, বাড়ির ফেরার পথে হঠাৎ করে দুটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পড়া অবস্থায় ৫জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে এবং পিস্তল বের করে হত্যার হুমকি দিয়ে ব্যাগ ভর্তি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে।
দৌলতপুরের থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সফিকুল ইসলাম মোল্লা জানান, এঘটনায় জসিম মিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং ছিনতাকারীদের গুলিবিদ্ধ জাকির হোসেন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং ছিনতাই কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।






















