জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণকে ‘সস্তা চটক’, ‘একঘেঁয়ে’ ও ‘ঘ্যানঘ্যানে’ হিসেবে সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর লাপিদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে দায়ী করেন এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থান জোরদার করেন। কিন্তু লাপিদ বলেন, তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে শুধু আত্মপ্রচার করেছেন এবং যুদ্ধের সমাধানের কোনো পরিকল্পনার কথা বলেননি।
লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আজ বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্লান্তিকর, একঘেঁয়ে এবং সস্তা চটকপূর্ণ বক্তব্য দেখেছে। গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি বা যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা নেই।”
ইসরায়েলের আরেক বিরোধী দল ইসরায়েল বেইতেইনু পার্টির প্রধান অ্যাবিগডর লেইবেরম্যানও মন্তব্য করেছেন, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ আসলে লিকুদ পার্টির অবস্থান প্রতিফলিত করেছিল, ব্যক্তিগত পরিকল্পনা নয়।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সমালোচনার মুখে নেতানিয়াহু মঞ্চটিকে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য ব্যবহার করেছেন। তবে বিরোধীরা বলছেন, এই ধরনের বক্তব্য সংকটের সমাধান না করে আরও গভীর করবে।
এমআর/সবা























