কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ ২৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা ঘটনাস্থল দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত গিয়াস উদ্দিন পেশায় টমটম গ্যারেজের মালিক। পরিবার সূত্রে জানা যায়, তিনি শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মিন্টুর মোটরসাইকেল যোগে চকরিয়া শহরে যান। ফেরার পথে, আগেই ওতপ্রোত অবস্থানে থাকা তৌহিদ নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তাকে অপহরণ করে এবং হত্যা করে পালিয়ে যায়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু হয়েছে।




















