০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি দুই ভাগে: খসড়া প্রস্তাব চূড়ান্ত, উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের পথে

চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি ভাগ করে দুটি আলাদা উপজেলা করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া প্রস্তাব অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার পাশাপাশি নতুন “উত্তর ফটিকছড়ি” উপজেলা গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ত্বরান্বিতকরণ ও জনসেবার মানোন্নয়নের স্বার্থে এ দাবি উঠছিল। নতুন উপজেলার মাধ্যমে স্থানীয় মানুষের প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং সেবাপ্রাপ্তি দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সরকারি ঘোষণার পর গেজেট প্রকাশ এবং প্রশাসনিক কাঠামো গঠন প্রক্রিয়া শুরু হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, “নতুন উপজেলা গঠনের ফলে উন্নয়নমূলক বরাদ্দ দ্বিগুণ হবে এবং জনগণ দ্রুত সেবা পাবে। পুরো কাঠামো ও অবকাঠামোগত কার্যক্রম শতভাগ কার্যকর হতে কিছুটা সময় লাগবে, তবে সেবাপ্রাপ্তি অনুমোদনের পরপরই শুরু হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলায় প্রয়োজনীয় কর্মকর্তা দ্রুত নিয়োগপ্রাপ্ত হবেন, যাতে উপজেলা দ্রুত ফাংশনাল হয়ে ওঠে। বর্তমানে ফটিকছড়ি উপজেলায় ২টি থানা, ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন রয়েছে। জনসংখ্যা প্রায় ৭ লাখ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

ফটিকছড়ি দুই ভাগে: খসড়া প্রস্তাব চূড়ান্ত, উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের পথে

আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি ভাগ করে দুটি আলাদা উপজেলা করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া প্রস্তাব অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার পাশাপাশি নতুন “উত্তর ফটিকছড়ি” উপজেলা গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ত্বরান্বিতকরণ ও জনসেবার মানোন্নয়নের স্বার্থে এ দাবি উঠছিল। নতুন উপজেলার মাধ্যমে স্থানীয় মানুষের প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং সেবাপ্রাপ্তি দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সরকারি ঘোষণার পর গেজেট প্রকাশ এবং প্রশাসনিক কাঠামো গঠন প্রক্রিয়া শুরু হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, “নতুন উপজেলা গঠনের ফলে উন্নয়নমূলক বরাদ্দ দ্বিগুণ হবে এবং জনগণ দ্রুত সেবা পাবে। পুরো কাঠামো ও অবকাঠামোগত কার্যক্রম শতভাগ কার্যকর হতে কিছুটা সময় লাগবে, তবে সেবাপ্রাপ্তি অনুমোদনের পরপরই শুরু হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলায় প্রয়োজনীয় কর্মকর্তা দ্রুত নিয়োগপ্রাপ্ত হবেন, যাতে উপজেলা দ্রুত ফাংশনাল হয়ে ওঠে। বর্তমানে ফটিকছড়ি উপজেলায় ২টি থানা, ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন রয়েছে। জনসংখ্যা প্রায় ৭ লাখ।

এমআর/সবা