ভারত পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে টস জিতে বোলিং নিয়েছে। ইনজুরির কারণে হার্ডিক পান্ডিয়া খেলতে পারছেন না; তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রিংকু সিং।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে বোলিংয়ের সময় ইনজুরির কারণে মাঠ ছাড়েন পান্ডিয়া। এছাড়া আগেই বিশ্রাম দেওয়া জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবেকে একাদশে ফেরানো হয়েছে। পাকিস্তান দল অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
ভারতের একাদশ: শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু স্যামসন, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাঈম আইয়ূব, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।


























