রাঙামাটির ওয়াগ্গাছড়া জোনের কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রবিবার বিকাল ৫টায় দেশীয় অস্ত্রবাহী একটি যাত্রীবাহী বাসসহ দুইজনকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুকিমারাপাড়া ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালানো হয়। বান্দরবান থেকে রাঙামাটিগামী সম্রাট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) তল্লাশির সময় মালিকবিহীন প্রায় ৫০০টি দেশীয় অস্ত্র (দা/চাপাতি) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বাসের চালক মোঃ শুক্কুর আলী এবং সহকারী মোঃ সাব্বির। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাসসহ তাদের কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, “অবৈধ অস্ত্র পরিবহনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্রের উৎস ও গন্তব্যস্থল উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”
এমআর/সবা


























