আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচন মূল্যায়নকারী টিমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান।
সচিব আখতার আহমেদ বলেন, প্রাক-নির্বাচন মূল্যায়নকারী দল ইতোমধ্যে চট্টগ্রাম ও রংপুরের সৈয়দপুর অঞ্চল ঘুরে দেখেছে। তারা ভোটকেন্দ্র, গোপন কক্ষে প্রবেশ এবং ভোট গণনার সময় পর্যবেক্ষণ করতে পারবে কি না, এমন বিষয়গুলো জানার জন্য ক্লারিফিকেশন চেয়েছে। এছাড়া নির্বাচনের শেষে রেজাল্ট প্রকাশ প্রক্রিয়াও তারা পর্যবেক্ষণ করতে চান।
তিনি আরও বলেন, পর্যবেক্ষক সংস্থা দফায় দফায় আসবে এবং তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সভার মাধ্যমে ১৫০ জন পর্যবেক্ষক আসার বিষয় চূড়ান্ত করা হবে।
ইসি সচিবের মতে, পর্যবেক্ষকরা ভোটার তালিকা আপডেটসহ অন্যান্য প্রস্তুতি কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট। নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়েও তারা খুশি এবং ভবিষ্যতে আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।
এমআর/সবা






















