রাঙামাটির কাপ্তাইয়ে বসবাসরত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কাপ্তাইয়ের পানছড়ি পাড়া এলাকায় দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই মানবিক কার্যক্রমে দূর-দূরান্ত থেকে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পেতে চিকিৎসা ক্যাম্পে অংশ নেন।
চিকিৎসা সেবা কার্যক্রমটি সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেবা প্রদান করেন ব্যাটালিয়নের নিজস্ব মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যসেবাকর্মীরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ কেবল একদিনের জন্য নয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে করে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষ উপকৃত হতে পারেন।
এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামবাসী ও সেবাগ্রহীতারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানান।
এমআর/সবা
























