০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকেই ম্যাচসেরা আইচ মোল্লা

স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকেই দ্যুতি ছড়িয়েছেন আইচ মোল্লা। এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জয় উপহার দিয়েছেন তিনি। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাগতিক সিলেট বিভাগকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। টস জিতে আগে ব্যাট করতে নেমে আইচ মোল্লা ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে ৩ উইকেটে ১৬১ রানের পুঁজি গড়ে ঢাকা মেট্রো। তৃতীয় উইকেটে ৬০ বলে ৯৬ রানের জুটি গড়েন দুজন। সাদমান ১ রানের জন্য ফিফটি পাননি। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে ফিরে যান। তবে আইচ ফিফটি তুলে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন তিনি।

১৬২ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় দলটি। সর্বোচ্চ ২৪ রান করে আসে খালিদ হাসান ও অমিত হাসানের ব্যাট থেকে। ব্যাট হাতে আলো ছড়ানো আইচ পরে বল হাতে ১ উইকেট দখল করেন। তাই ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতে উঠে। তবে মেট্রোর হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শহিদুল ইসলাম। ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ঢাকা মেট্রো। তৃতীয় হারের স্বাদ পাওয়া সিলেট ৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটা ধরে রেখেছে ঢাকা বিভাগ। মঙ্গলবার একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ২৮ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রানের পুঁজি গড়েছিল ঢাকা। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২০ বলে ৩৫ ও রায়ান রহমান ৩০ বলে ৩২ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ৫ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরি এক ইনিংস খেলেন সুমন খান। জবাব দিতে নেমে ঢাকার দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১২২ রানে আটকে যায় রাজশাহী। দলটির হয়ে এসএম মেহরব সর্বোচ্চ ২৯ বলে ৩১ রান করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

অভিষেকেই ম্যাচসেরা আইচ মোল্লা

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকেই দ্যুতি ছড়িয়েছেন আইচ মোল্লা। এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জয় উপহার দিয়েছেন তিনি। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাগতিক সিলেট বিভাগকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। টস জিতে আগে ব্যাট করতে নেমে আইচ মোল্লা ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে ৩ উইকেটে ১৬১ রানের পুঁজি গড়ে ঢাকা মেট্রো। তৃতীয় উইকেটে ৬০ বলে ৯৬ রানের জুটি গড়েন দুজন। সাদমান ১ রানের জন্য ফিফটি পাননি। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে ফিরে যান। তবে আইচ ফিফটি তুলে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন তিনি।

১৬২ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় দলটি। সর্বোচ্চ ২৪ রান করে আসে খালিদ হাসান ও অমিত হাসানের ব্যাট থেকে। ব্যাট হাতে আলো ছড়ানো আইচ পরে বল হাতে ১ উইকেট দখল করেন। তাই ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতে উঠে। তবে মেট্রোর হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শহিদুল ইসলাম। ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ঢাকা মেট্রো। তৃতীয় হারের স্বাদ পাওয়া সিলেট ৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটা ধরে রেখেছে ঢাকা বিভাগ। মঙ্গলবার একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ২৮ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রানের পুঁজি গড়েছিল ঢাকা। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২০ বলে ৩৫ ও রায়ান রহমান ৩০ বলে ৩২ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ৫ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরি এক ইনিংস খেলেন সুমন খান। জবাব দিতে নেমে ঢাকার দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১২২ রানে আটকে যায় রাজশাহী। দলটির হয়ে এসএম মেহরব সর্বোচ্চ ২৯ বলে ৩১ রান করেন।

এমআর/সবা