০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে জেলার ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৮টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবুল বাসার।

অধিনায়ক পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক ও স্থানীয় ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, হিন্দু ধর্মাবলম্বীদের এ মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ৪ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১০২ কিলোমিটার জুড়ে বিস্তৃত ১৮টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে একটি বেইজ ক্যাম্পের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

ফেনীতে দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে জেলার ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৮টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবুল বাসার।

অধিনায়ক পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক ও স্থানীয় ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, হিন্দু ধর্মাবলম্বীদের এ মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ৪ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১০২ কিলোমিটার জুড়ে বিস্তৃত ১৮টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে একটি বেইজ ক্যাম্পের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এমআর/সবা