২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের মধ্যেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন তরুণ পেসার মারুফা আক্তার।
ম্যাচের শুরুতেই আক্রমণে এসে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার—ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে টানা দুই বলে বোল্ড করেন মারুফা। ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেললেও শুরুতেই নিজের জাত চিনিয়েছেন এই উদীয়মান পেসার।
তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভিডিওতে ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি মিতালি রাজ বলেন, “তার বল অনেক সুইং করেছে। সে সঠিক জায়গায় বল করেছে। সুইং থাকলেও লাইন-লেংথ ঠিক না থাকলে ফল আসে না। সে টানা ২ উইকেট নিয়েছে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।”

মিতালি আরও জানান, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার সময় থেকেই মারুফার বোলিংয়ে তিনি মুগ্ধ। তিনি তখনই বুঝেছিলেন, এই পেসারের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে।
আইসিসির এই ভিডিওটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। তিনি লেখেন, “নিখাদ স্কিল। দারুণ নিয়ন্ত্রণ ছিল বলের ওপর। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।”
এই জয়ে দুই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ এখন টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের নেট রানরেট +১.৬২৩, যেখানে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রানরেট +১.৭৮ এবং তিনে থাকা ভারতের +১.২৫৫।
বাংলাদেশ নারী দলের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০-এ শুরু হবে ম্যাচটি।
এমআর/সবা


























