০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম আরও বেড়েছে। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে সবজির বাজারে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে আবহাওয়ার অজুহাত। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম আগের চেয়েও বেশি।

সবজির দাম ঊর্ধ্বমুখী: আজ ঢাকার রামপুরা, মালিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙ্গা ও ধন্দুল ৮০ টাকা, পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং কচুর মুখি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে চমকে দেওয়ার মতো দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকা।

 

মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন নেই: সবজির দামে বড় ধরনের পরিবর্তন দেখা গেলেও মাছ-মাংসের বাজারে খুব বেশি হেরফের নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৮০–৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের ক্ষোভ, নেই মনিটরিং: সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে আসা বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, “গত তিন মাস ধরে সবজির দাম চড়া। এখন আবার বৃষ্টিকে অজুহাত বানিয়ে আরও দাম বেড়েছে। বাজারে যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সাধারণ মানুষ এত দাম দিয়ে কিভাবে চলবে? কেউ তো বাজার মনিটরিং করে না।”

রামপুরা বাজারের ক্রেতা স্কুল শিক্ষিকা শিউলী আক্তার বলেন, “আজকে আবারও সবজির দাম বেড়েছে। দোকানিরা বলছেন, বৃষ্টির জন্য দাম বেশি। কিন্তু আগেও তো বৃষ্টি ছিল না—তবুও দাম কমেনি। আসলে দাম বাড়ানোর জন্য যেকোনো অজুহাতই যথেষ্ট।”

 

সবজির দামের বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা নীরব কুমার পাল জানান, “গত দুই দিনের টানা বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে। তাছাড়া এখন বেশিরভাগ সবজির মৌসুমও শেষ। তাই নতুন সবজি না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম। বরং বৃষ্টি যদি আরও থাকে, তাহলে দাম আরও বাড়বে।”

সবজির বাজারে এমন লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোনো মনিটরিং কার্যক্রম দেখা যাচ্ছে না, যা সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম আরও বেড়েছে। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে সবজির বাজারে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে আবহাওয়ার অজুহাত। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম আগের চেয়েও বেশি।

সবজির দাম ঊর্ধ্বমুখী: আজ ঢাকার রামপুরা, মালিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙ্গা ও ধন্দুল ৮০ টাকা, পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং কচুর মুখি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে চমকে দেওয়ার মতো দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকা।

 

মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন নেই: সবজির দামে বড় ধরনের পরিবর্তন দেখা গেলেও মাছ-মাংসের বাজারে খুব বেশি হেরফের নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৮০–৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের ক্ষোভ, নেই মনিটরিং: সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে আসা বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, “গত তিন মাস ধরে সবজির দাম চড়া। এখন আবার বৃষ্টিকে অজুহাত বানিয়ে আরও দাম বেড়েছে। বাজারে যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সাধারণ মানুষ এত দাম দিয়ে কিভাবে চলবে? কেউ তো বাজার মনিটরিং করে না।”

রামপুরা বাজারের ক্রেতা স্কুল শিক্ষিকা শিউলী আক্তার বলেন, “আজকে আবারও সবজির দাম বেড়েছে। দোকানিরা বলছেন, বৃষ্টির জন্য দাম বেশি। কিন্তু আগেও তো বৃষ্টি ছিল না—তবুও দাম কমেনি। আসলে দাম বাড়ানোর জন্য যেকোনো অজুহাতই যথেষ্ট।”

 

সবজির দামের বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা নীরব কুমার পাল জানান, “গত দুই দিনের টানা বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে। তাছাড়া এখন বেশিরভাগ সবজির মৌসুমও শেষ। তাই নতুন সবজি না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম। বরং বৃষ্টি যদি আরও থাকে, তাহলে দাম আরও বাড়বে।”

সবজির বাজারে এমন লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোনো মনিটরিং কার্যক্রম দেখা যাচ্ছে না, যা সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

এমআর/সবা