সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ)”। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে সংগঠনের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতি, সেক্রেটারিসহ মোট ৭১ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উপস্থিত সাংবাদিক নেতারা জানান, এক ছাতার নিচে একত্রিত হয়ে পেশার সম্মান রক্ষা, সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত দিকনির্দেশনার লক্ষ্যে এই ইউনিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণকারী দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান বলেন, “সাংবাদিক সহযোদ্ধাদের ভালোবাসা, সমর্থন ও আস্থায় আমাকে এই দায়িত্বে নির্বাচিত করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা একসঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সংগঠনকে কেন্দ্র করে দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। অচিরেই জেলা ও বিভাগীয় পর্যায়েও ইউনিটির কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
এমআর/সবা


























