বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ সদস্যের নাম গতকাল ৩ অক্টোবর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শামসকে সাধারণ সম্পাদক করা হয়।
এ বি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শামসুর রহমান শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সত্যকথা প্রতিদিনের সম্পাদক মো. শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. অলি উদ্দিন মিলনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
প্রাপ্ত তথ্য মতে, ২০২৪ সালে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে কালক্ষেপণ করে অবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকলকে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এমআর/























