০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি, শুনানি ৯ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। এসব আপত্তির শুনানির তারিখ ৯ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে খসড়া অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১,৯৫৯টি এবং বুথ বা ভোটকক্ষের সংখ্যা ১২,৬৫৬টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জমা পড়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসন বাদে বাকি সব আসন থেকেই আপত্তি এসেছে। সবচেয়ে বেশি আপত্তি এসেছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে, মোট ১৮টি। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও খুলশী) আসন থেকে ১০টি, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) থেকে ১০টি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড), এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে একটি করে আপত্তি জমা পড়েছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানিয়েছেন, নির্বাচনের অংশ হিসেবে খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে যেসব কেন্দ্রে রাজনৈতিক নেতাদের আপত্তি রয়েছে, তা শুনানির মাধ্যমে যাচাই করে যৌক্তিক হলে সংশোধন করা হবে। আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি, শুনানি ৯ অক্টোবর

আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। এসব আপত্তির শুনানির তারিখ ৯ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে খসড়া অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১,৯৫৯টি এবং বুথ বা ভোটকক্ষের সংখ্যা ১২,৬৫৬টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জমা পড়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসন বাদে বাকি সব আসন থেকেই আপত্তি এসেছে। সবচেয়ে বেশি আপত্তি এসেছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে, মোট ১৮টি। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও খুলশী) আসন থেকে ১০টি, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) থেকে ১০টি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড), এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে একটি করে আপত্তি জমা পড়েছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানিয়েছেন, নির্বাচনের অংশ হিসেবে খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে যেসব কেন্দ্রে রাজনৈতিক নেতাদের আপত্তি রয়েছে, তা শুনানির মাধ্যমে যাচাই করে যৌক্তিক হলে সংশোধন করা হবে। আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।